| |
               

মূল পাতা ইসলাম আল্লাহর প্রেমে মাশগুল থাকার মাস রমজান : মুফতী সুলতান মহিউদ্দিন 


আল্লাহর প্রেমে মাশগুল থাকার মাস রমজান : মুফতী সুলতান মহিউদ্দিন 


রহমত নিউজ     15 March, 2024     04:24 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতী সুলতান মহিউদ্দিন আজ (১৫ মার্চ) জুমার বয়ানে বলেছেন, পবিত্র রমজান তাকওয়া অর্জনের মাস। আর তা অর্জন করতে হয় সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি ও আল্লাহ প্রেমে মশগুল থাকার মাধ্যমে। মাহে রমজানে আমাদেরকে আল্লাহ প্রেমে পাগল হয়ে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য ও ভালোবাসার রঙে রঙ্গিন হওয়া উচিত । তাকওয় অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই রমজানের মূল লক্ষ্য। 

তিনি আরো বলেন,  মুমিন বান্দাকে ভালোবেসে মহান আল্লাহ রমজানের এ মহিমান্বিত মাস নেয়ামত হিসেবে দান করেছেন। এই মাসে নাযিল করেছেন আসমানী মহাগ্রন্থ পবিত্র কোরআন, যা আল্লাহর সাথে বান্দার সংলাপের সুবর্ণ মাধ্যম। রমজান মাসে রেখেছেন লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহপাকের রহমত ও করুণা এ মাসে বান্দার প্রতি অধিক নিবিষ্ট হয়। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের কপাট গুলো বন্ধ করে দেয়া হয়। প্রতিরাতে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে মাগফিরাত লাভের জন্য আহ্বান করা হয়। এসবই মহান আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে ভালোবেসে দান করেছেন। তাই আমদের উচিত আল্লাহর প্রেমে মশগুল থেকে নামাজ, রোজা, তেলাওয়াত ও জিকিরসহ অধিক পরিমাণে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা এবং সকল প্রকার শরিয়ত বিরোধী গুনাহের কাজ বর্জন করা। 

তিনি রমজান মাসে প্রকাশ্যে দিনের বেলায় পানাহার, হোটেল-রেস্তরা ও গান- বাজনা বন্ধ রাখতে সকলের প্রতি আহবান জানান।

জুমার নামাজ শেষে গাজাসহ বিশ্বের নির্যাতিত সকল মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।